মোঃ মোস্তাকিম বিল্লাহ, নীলফামারী:
ওয়ারিয়র্স অফ জুলাই-নীলফামারীর উদ্যোগে নীলফামারী জেলার জুলাই যোদ্ধাদের সাথে মতবিনিময় সভা, ইফতার মাহফিল ও ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৪মার্চ) বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওয়ারিয়র্স অফ জুলাই নীলফামারী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এসময় শতাধিক আহত ও শহীদ পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, উপস্থিত ছিলেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল-১ এর পাবলিক প্রসিকিউটর(পিপি) মোঃ আসাদুজ্জামান খান রিনো, অতিরিক্ত জেলা প্রশাসক সাইদুল রহমান, নীলফামারীর জুলাই শহীদ রুবেলের পিতা, মাতা এবং ওয়ারিয়র্স অফ জুলাই এর কেন্দ্রীয় কমিটির সহ মুখপাত্র মাসুদ রানাসহ জেলা কমিটির নেতৃবৃন্দ।
উল্লেখ্য শহীদ রুবেলের পরিবারের হাতে বিশেষ আর্থিক প্রণোদনা তুলে দেওয়া হয়।