মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৬নং বেতকাপা ইউনিয়নে পানিতে ডুবে মো. মাহাফুজ মিয়া নামের দেড় বছর বয়সী এক অবুঝ শিশুর মৃত্যু হয়েছে।
৮ই জানুয়ারী বুধবার সকাল ৮টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের ডাকেরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ মিয়া ডাকেরপাড়া গ্রামের মাজেদ মিয়ার ছেলে।
জানা গেছে, বুধবার সকালে শিশু মাহফুজ মিয়া খেলতে গিয়ে সবার আড়ালে বাড়ির পাশে পুকুরের পানিতে পড়ে যায়।
পরবর্তীতে তাকে খুঁজে না পেলে স্বজনরা খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুরের পানিতে শিশুটিকে মৃত অবস্থায় ভেসে থাকতে দেখে। পরে এলাকাবাসীর সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে,সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে পড়ে।