মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশনের পলাশবাড়ী পৌর শাখার দ্বি বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
২৪ জানুয়ারি শুক্রবার বিকেলে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন পলাশবাড়ী পৌর শাখার সভাপতি প্রভাষক ছামছুল আলম সোহেল এর সভাপতিত্বে উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও গাইবান্ধা ০৩ পলাশবাড়ী সাদুল্লাপুর আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ আবুল কাওসার মো নজরুল ইসলাম লেবু মাওলানা, অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আবু বক্কর ছিদ্দিক,পলাশবাড়ী আদর্শ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা,উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম চাঁন প্রমূখ।