মিলন মন্ডল, পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার পলাশবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সাকিব মিয়া (২০) নামে ব্রয়লার মুরগীরবাহী রিকশাভ্যানচালক এক যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকাল ১১ টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী সড়কে উপজেলার মহদীপুর ইউনিয়নের ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাকিব পলাশবাড়ী পৌরসভার শিবরামপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, সকালে ঠুটিয়াপাকুর বাজারে ব্রয়লার মুরগী সরবরাহ করে ভ্যান চালিয়ে পলাশবাড়ীর দিকে যাচ্ছিলেন সাকিব। পথে ঠুটিয়াপাকুর জামেরতল এলাকায় গাইবান্ধা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস রিকশাভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান সাকিব।
পলাশবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) লাইছুর রহমান দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।