শামীম আহমেদ, পাবনা জেলা প্রতিনিধি:
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরণের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোরালো ভূমিকা পালন করে আসছে। অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, অবৈধ দখলদার, সন্ত্রাসী, খুনি, ছিনতাইকারী, অপহরণকারী ও ধর্ষণ, প্রতারকদের গ্রেফতার করে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সদা তৎপর রয়েছে র্যাব।
এরই ধারাবাহিকতায় অধিনায়ক, র্যাব-১২, সিরাজগঞ্জ মহোদয়ের নির্দেশনায় র্যাব-১২, সিপিসি-২, পাবনা র্যাবের আভিযানিক দল গোপন সূত্রে জানতে পারে যে, পাবনা জেলার সদর থানাধীন দক্ষিণ মাছিমপুর এলাকার একটি বাড়ীতে অসৎ উদ্দেশ্যে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্যাদি মজুদ রাখা হয়েছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ১২ মার্চ ২০২৫ তারিখ ১৯৪০ ঘটিকায় সিপিসি-২, পাবনার কোম্পানি কমান্ডারের নেতৃত্বে র্যাবের আভিযানিক দল পাবনা জেলার সদর থানাধীন দক্ষিণ মাছিমপুর গ্রামের মোঃ আঃ সালাম এর টিন শেড বাড়ীর একটি স্টোর রুমের ভিতরে অভিযান পরিচালনা করে ২৪টি ককটেল, ৪.৫ কেজি গান পাউডার এবং ০২টি স্মোক গ্রেনেড এর সন্ধান পায়। পরবর্তীতে র্যাবের বোম্ব ডিসপোজাল টিমের সহায়তায় উল্লেখিত বিস্ফোরক দ্রব্যাদিগুলো উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পাবনা জেলার সদর থানায় বাড়ীর মালিক আঃ সালামের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং বিস্ফোরক দ্রব্যাদিগুলো থানায় জমা করা হয়েছে।