পাবনা প্রতিনিধি:
পাবনার সাঁথিয়ায় অভিযান চালিয়ে উপজেলার গাগড়াখালি গ্রাম থেকে প্রায় ১০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল (ফাঁস জাল) জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৪অক্টোবর) পুড়িয়ে ধ্বংস করেছেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক।
মৎস্য সংরক্ষণ আইন বাস্তবায়ণ ও পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ মোতাবেক ভ্রাম্যমান আদালতে অপরাধীকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার (২৩অক্টোবর) রাত ১০টার দিকে প্রশাসন জানতে পারে সাঁথিয়া পৌরসভার গাগড়াখালি মহল্লায় একটি পিকাপভ্যানে নিষিদ্ধ কারেন্ট জাল বিভিন্ন দোকানে ও মৎস্যজীবীদের কাছে বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।
এ সময় সাঁথিয়া থানা পুলিশের সহযোগিতায় উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও উপজেলা মৎস্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) নাসির উদ্দিন অভিযান চালিয়ে প্রায় ১০ লাখ টাকার ৭০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেন।
এ সময় পিকাপভ্যানের মালিক আলামিন হোসেনকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও সাঁথিয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রিফাতুল হক বলেন, পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ৬খ এবং ১৫(৪)ধারায় অপরাধীকে ৫০হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।