পাবনা প্রতিনিধি:
“সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পাবনার আটঘরিয়া উপজেলায় ৫৩তম জাতীয় সমবায় দিবস ২০২৪ পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার ২ নভেম্বর সকাল এগারোটায় দিকে উপজেলা চত্বর থেকে একটি সমবায় রেলী বের করা হয়।
রেলীটি দেবোত্তর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা সম্মেলন কক্ষে এসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় সমবায় দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন আটঘরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম।
উপজেলা সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানার সভাপতিত্বে এবং কৃষক ফাউন্ডেশনের সিনিয়র ব্যবস্থাপক অসিকুল ইসলামের সঞ্চালনায়
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা শরিফুল ইসলাম, উপজেলা বেনবেইজ কর্মকর্তা মাঈম রেজা।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আটঘরিয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ফকির আলমগীর প্রমুখ।
অনুষ্ঠানের সভাপতি ও সমবায় কর্মকর্তা জাকিয়া সুলতানা বলেন, শত বছরের প্রাচীন ও পরীক্ষি অর্থনৈতিক প্রক্রিয়া হচ্ছে সমবায়।
সংঘবদ্ধ ভাবে অর্থনৈতিক ও সামাজিক উত্তরেনর স্বপ্ন পুরনের লক্ষে যে অভিযাত্রা, তারই না সমবায় আন্দোলন।
সমবায় আজকাল আর বিত্তহীন ও স্বপ্নবিত্ত জনগণের অগ্রগতির উদ্যোগ নয়, বৃহৎ অর্থনৈতিক পরিমন্ডলে এবং বিশ্ববাজারে অনুপ্রবেশ করে সমবায় সমিতিসমুহ ভিন্ন দিগন্তের উন্মোচন করেছে।
শুরু হয়েছে সমবায়ের নতুন যুগ” দিনবদলের পালা” বিন্দু থেকে সিন্ধু ‘দশে মিলে করি কাজ’ হারি জিতি নাহি লাজ”।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহারুল ইসলাম বলেন, ‘সমবায়ীরা দেশের কৃষি, মৎস্য চাষ, পশু পালন, দুগ্ধ উৎপাদন, পুষ্টি চাহিদা পূরণ, পরিবহণ, ক্ষুদ্র ব্যবসা, আবাসন, নারীর ক্ষমতায়ন, অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে তাৎপর্যপূর্ণ অবদান রাখছে।
উক্ত আলোচনা সভায় উপজেলা সমবায় অধিদপ্তরের সহকারী পরিদর্শক মুনসুর আলম সহকর্মকর্তা/ কর্মচারি, সমবায় সমিতির সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।