এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর নিয়ামতপুরে মিম মোস্তারিন (২০) নামের এক তরুনী গৃহবধূর বিষপানে আত্মহত্যার অভিযোগ উঠেছে। গতকাল রবিবার (৯ মার্চ) বিকেলে উপজেলার ভাবিচা ইউনিয়নের আশনদী গ্রামে এ ঘটনা ঘটে।
মিম মোস্তারিন হাজিনগর ইউনিয়নের শালবাড়ী নরসিংহপুর এলাকার মেরাজুল ইসলামের মেয়ে।
নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
মিমের স্বজন ও থানা সূত্রে জানা গেছে, এগারো মাস পূর্বে ভাবিচা ইউনিয়নের আশনদী গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে শামসুলের সাথে বিবাহ হয় মিম মোস্তারিনের। বিয়ের পর থেকেই তাদের মাঝে বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহের সৃষ্টি হয়। গতকাল দুপুরের পর মোবাইল ফোনে মিম তার বাবাকে তাদের পারিবারিক অশান্তির কথা জানায়।
বিকেল ৪ ঘটিকার দিকে মিম বিষ পান করে। অবস্থা বেগতিক হলে তার স্বামী ও শাশুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিষয়টি মেয়ের চাচা মিষ্টারকে জানানো তার ভাতিজী গুরুতর অসুস্থ হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছে। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে উপস্থিত হয়ে জানতে পারে মিম রাসায়নিক বিষ খেয়েছে। পরে উন্নত চিকিৎসার প্রস্তুতি গ্রহনের সময় শনিবার সন্ধ্যা ৭ টার দিকে মৃত্যু হয় মিমের।
এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে জানতে চাইলে তিনি বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্হা গ্রহণ করা হবে।