এস এম সালমান হৃদয় বগুড়া থেকে:
বগুড়ার গাবতলীতে পিঠা খাওয়ার প্রলোভনে বাড়িতে ডেকে এনে চাকুর ভয় দেখিয়ে তৃতীয় শ্রেনীর ছাত্রী ৯ বছরের শিশু ধর্ষনের স্বীকার হয়েছে। বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ধর্ষক পারভেজ ইসলাম (২৪) কে আটক করে থানায় সোপর্দ করেছে। ঘটনাটি ঘটেছে শনিবার (১২অক্টোবর) গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের ঈশ্বরপুর গ্রামে।
ধর্ষক পারভেজ ইসলাম একই গ্রামের বাদশা প্রাং এর ছেলে। ধর্ষিতার বাবা থানায় মামলা করলে, রোববার তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে, ঘটনার দিন শনিবার দুপুরে ধর্ষন হওয়া ওই শিশু তার ছোট বোন সহ প্রতিবেশীর এক মেয়েক নিয়ে বাড়ির পাশে খেলা করছিল, এসময় ধর্ষক পারভেজ ইসলাম পিঠা খাওয়ার লোভ দেখিয়ে তার বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ঘরে আটকিয়ে চাকুর ভয় দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধ জোরপূর্বক ধর্ষন করে। শিশুটির রক্তপাত হলে পাশের দোকান থেকে ঔষধ এনে পারভেজ শিশুটিকে খাওয়ায়, একথা কাউকে না বলতে ভয়ভীতি দেখিয়ে বাড়ি পাঠিয়ে দেয়।
শিশুটি কেঁদে গিয়ে তার মা কে বিষয়টি খুলে বলে।
এঘটনা এলাকায় জানাজানি হলে স্থানীয় লোকজন ধর্ষক পারভেজ ইসলামকে তার বাড়ি থেকে আটকের পর মারপিট করে থানায় সংবাদ দেয়, পুলিশ এসে তাকে প্রেপ্তার করে নিয়ে যায়। রক্ত ক্ষরনের কারনে শিশুটি অসুস্থ হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গাবতলী মডেল থানার ওসি আশিক ইকবাল বলেন, ৯ বছরের এক শিশুকে ধর্ষনের ঘটনায় পারভেজ নামের একজনকে জনগন আটক করে থানায় দিয়েছে। শিশুর বাবা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছে। আসামীকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।