এস এম রকিবুল হাসান
নিয়ামতপুর(নওগাঁ) প্রতিনিধি
বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নিয়েছেন নাশকতা মামলায় কারাগারে থাকা রসুলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য রেজাউল করিম রেজা।
সোমবার দুপুরে নওগাঁ জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেওয়া হয়।
রেজাউল করিমের বাবা উজ্জ্বল বিশ্বাস(৭০) হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে আজ সোমবার ভোর সকাল ৬টা ৩০ মিনিটে ইন্তেকাল করেন। এর কয়েক দিন আগ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে গতকাল বাড়ি ফিরে আসেন।
বিকেল ৫.৪০ মিনিটে তার বাবার জানাযা অনুষ্ঠিত হয়।
গত ২০ ফেব্রুয়ারী বিকেলে নিজ বাড়ি থেকে তাকে পুলিশ আটক করে। সম্প্রতি নিয়ামতপুর থানায় করা একটি নাশকতা মামলায় অভিযুক্ত করে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, তার বাবার মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তি পেয়ে জানাযায় অংশ নেন এবং জানাযার পর আবারও কারাগারে প্রেরণ করা হয়।