তন্ময় দেবনাথ, স্টাফ রিপোর্টার:
গত ১৩ফেব্রুয়ারী একটি অনলাইন নিউজ চ্যানেল Stv Bangla তে ‘রাজশাহীতে চাদার দাবিতে ব্যাবসায়ির উপর হামলা ও তোলপার শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ চন্দ্রীমা থানার সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক এনামুল হক জয়।
এক প্রতিবাদ লিপিতে তিনি বলেছেন, আমাকে জড়িয়ে যে খবর প্রকাশিত হয়েছে তা সম্পূর্ণ ভুয়া, বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত। আমি এই নিউজের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। প্রকৃত ঘটনা হচ্ছে, আমি, সাব্বির ও রবিউল ৩জন রিক্সা নিয়ে আবাসিক এলাকা থেকে ডাবতলা রাজ্জাকের মোড়ে আশার সময় দেখতে পাইযে মাদক সংক্রান্ত বিষয়ে হট্টগোল হচ্ছিল আমরা ৩ জন গাড়ি থেকে নেমে জিজ্ঞাসা করি এখানে ঝামেলা কি নিয়ে। সেসময়ে বাসার নামের এক মাদক ব্যবসায়িক হটাৎ আমাদের উপরে অতর্কিত হামলা করে আমি সহ তিন জন তাদের আক্রমণে আহত হয়, সেই সময় সাব্বির কে নেপালী দিয়ে মাথায় আঘাত করলে গুরুতর আহত হয় তাৎক্ষণিক সাব্বিরকে রাজশাহী মেডিকেল কলেজের ৮নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে তার মাথায় ৮টি সেলাই লেগেছে।
তার পরে জানতে পারি তারা আমাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিয়ে Stv Bangla নিউজে মিথ্যা সংবাদ প্রকাশ করে আমার রাজনৈতিক ইমেজ নষ্ট করার চেষ্টা করছে।
আমার বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। আমি এতে সামাজিক, মানষিক ও দাফতরিকভাবে হেয় প্রতিপন্ন হয়েছি।
আমার বিরুদ্ধে প্রকাশিত সংবাদটি সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন। কে বা কারা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এহেন কর্মকাণ্ডে লিপ্তহয়ে আমার সুনাম ক্ষুণ্ণ করা হয়েছে।