নিজস্ব প্রতিবেদক:
গতকাল ১৬ ই ডিসেম্বর মহান বিজয় দিবসে "চুয়াডাঙ্গা ডিজাইনার এসোসিয়েশন" এর উদ্যোগে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হল ৩য় তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে উক্ত সংগঠনের সদস্যদের মিলনমেলা ও আলোচনা সভা। বর্তমান সময়ে অত্যন্ত আলোচিত একটি পার্কে উক্ত অনুষ্ঠান টি করা হয়। ময়মনসিংহের ভালুকায় "গ্রীন অরণ্য পার্ক " সীডস্টোরে মুক্ত অনুষ্ঠানটি করা হয়।
অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ডিজাইনার এসোসিয়েশন সংগঠনের সম্মানিত সভাপতি, গরিব, দুঃখী, অসহায় মেহনতি মানুষের বন্ধু,মানবতার ফেরিওয়ালা, রাসুলের আদর্শের সৈনিক,Jonotar biplob 24 ও H. B.Tv চ্যানেলের সম্মানীত উপদেষ্টা, মোঃ রকিবুজ্জামান হেলাল, সাধারণ সম্পাদক মোঃ বায়েজিদ হোসেন, কোষাধ্যক্ষ মোঃ সবুজ মোল্লা সহ চুয়াডাঙ্গা ডিজাইনার এসোসিয়েশন এর সম্মানিত পরিচালক বৃন্দরা উক্ত অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন।
যাঁদের প্রাণখোলা মতামত ও আলোচনার ভিত্তিতে অনুষ্ঠান টি প্রাণবন্ত হয়ে উঠেছিলো।
উক্ত অনুষ্ঠানে সভাপতি ডিজাইন প্লাটফর্ম'কে কিভাবে আরও উন্নত ও বিশ্ব মানের করা যায় এবং চুয়াডাঙ্গা ডিজাইনার এসোসিয়েশন কে কিভাবে মানবতার স্বার্থে কাজে লাগানো যায় সে বিষয়ে আলোচনা করেন। আগামীর পথচলা কেমন হবে,সে সকল কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা, কমিটি গঠন, লটারী আয়োজন, পুরস্কার বিতরণ ও সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে উক্ত অনুষ্ঠানঠির সমাপ্তি ঘোষণা করা হয়। আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত করতে সকলের ছিলো বদ্ধ-পরিকল্পনা। আগামীর পথচলা সুন্দর ও সাফল্যমণ্ডিত হবে সেই আশাবাদ ব্যক্ত করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়। অনুষ্ঠানের বিস্তারিত পরিকল্পনা আলোচনার,বিষয় পর্যালোচনা করলে বোঝা যায়, উক্ত সংগঠনটি নতুন প্রত্যাশায়, ধীর শপথের মাধ্যমে , ভবিষ্যতে সমাজের স্বার্থে ভালো কিছু করবে বলে সবাই আশাবাদী।