নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশের প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমদ শনিবার (১৮ জানুয়ারি) সকালে ফটিকছড়ি’র ঐতিহাসিক মাইজভান্ডার দরবার শরীফ জেয়ারত করেছেন। তিনি মাইজভান্ডার আধ্যাত্ম শরাফতের প্রতিষ্ঠাতা গাউছুল আজম হযরত মাওলানা শাহসূফি সৈয়দ আহমদ উল্লাহ (কঃ) মাইজভান্ডারী, হযরত গাউছুল আজম শাহসূফি সৈয়দ গোলামুর রহমান (কঃ) মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ আবুল বশর মাইজভান্ডারী, শাহসূফি সৈয়দ জিয়াউল হক মাইজভান্ডারী এবং তাঁর বোনের শ্বশুড় সৈয়দ ফরিদ উদ্দিন আহমদ মাইজভান্ডারী, বোনের সেঝ শ্বশুড় শাহসূফি সৈয়দ মঈন উদ্দিন আহমদ মাইজভান্ডারী (কঃ) এর মাজার শরীফ জেয়ারত করে দেশ ও বিশ্ববাসীর কল্যাণে দোয়া কামনা করেন। এ সময় মোনাজাত পরিচালনা করেন, সৈয়দ এমদাদুল হক মাইজভান্ডারী, সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী, সৈয়দ ফরহাদ আহমদ মাইজভাণ্ডারী, সৈয়দ মোহাম্মদ হাসান মাইজভান্ডারী।এ সময় উপস্থিত ছিলেন, আওলাদগণের মধ্যে সৈয়দ সহিদুল হক মাইজভান্ডারী, প্রধান বিচারপতির বোন জামাই সৈয়দ ফরহাদ উদ্দিন মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ শাহাদাত উদ্দিন মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ জুবায়ের আহমদ মাইজভান্ডারী, এড. শাহজাদা সৈয়দ মিফতাহুন নূর মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ নজরুল হূদা মাইজভান্ডারী,শাহজাদা সৈয়দ নাজিমউদিদন মাইজভান্ডারী শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারী, শাহজাদা সৈয়দ রুবাব মাইজভান্ডারী। এছাড়া উপস্থিত ছিলেন, সুপ্রীম কোর্টের রেজিষ্ট্রার জেনারেল ড. আজিজ আহমদ ভূঁইয়া, প্রধান বিচারপতির একান্ত সচিব মোঃ শরিফুল আলম ভূঁঞা, স্পেশাল অফিসার মোঃ মোয়াজ্জেম হোছাইন, চট্টগ্রাম জেলা ও দায়রা জজ মোঃ সাইফুল ইসলাম, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মোঃ নুরুল ইসলাম, ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ মোজাম্মেল হক চৌধুরী,ফটিকছড়ি কোর্টের এলজিপি এডভোকেট মুহাম্মদ নসরত আলম বাবর, সহ এসময় মাইজভাণ্ডার শরিফের আওলাদগণ এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রধান বিচারপতি বলেন,”ইসলাম শান্তি ও সম্প্রীতির বার্তাবাহক। প্রিয় নবিজী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) যে মানবিক আদর্শ রেখে গেছেন, আউলিয়ায়ে কেরাম তারই প্রচার করেছেন। এ দেশের মাটি ও মানুষকে সাম্যের ও মানবপ্রেমের শিক্ষা দিতে, মাইজভাণ্ডার শরিফের অলি আল্লাহ্গণ অগ্রণী ভূমিকা রেখেছেন।”
পরে প্রধান বিচারপতিকে মাইজভান্ডারী ত্বরিকার বিভিন্ন স্মারকগ্রন্থ এবং ক্রেষ্ট উপহার দেন মাইজভান্ডার দরবার শরীফের শাজ্জাদানশীন সৈয়দ সাইফুদ্দীন আহমদ মাইজভান্ডারী।