মোঃ সাইম হোসেন, ভাঙ্গা ফরিদপুর:
ঘন কুয়াশার সঙ্গে বইছে কনকনে ঠান্ডা বাতাস। বৃষ্টির মতো পড়ছে শিশির। হিমেল হাওয়ায় কাঁপছে দেশ।
শুক্রবার (৩ জানুয়ারি) মধ্যরাত থেকেই ফরিদপুরের ভাঙ্গা উপজেলা ঢেকে গেছে ঘন কুয়াশায়। আর কুয়াশার প্রভাবে ব্যাহত হচ্ছে যানবাহন চলাচল। সকাল থেকেই দেখা নেই সূর্যের
এরইমধ্যে দেশের প্রতিদিনই নামছে তাপমাত্রার পারদ। দিনের বেলায়ও আলো জ্বালিয়ে চলছে যানবাহনগুলো। হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। শীতে কাবু হয়ে পড়েছে শিশুসহ নানা বয়সী মানুষ। এদিকে গরম কাপড় কেনায় ব্যস্ত সময় পার করছে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরা বেড়েছে গরম কাপড় বেচাকেনার হার।