মোঃ জুয়েল খাঁন, খুলনা বিভাগীয় প্রতিনিধি:
সকল অভিভাবকদের সবিনয়ে জানানো যাচ্ছে যে, আপনার অপ্রাপ্তবয়স্ক আদরের সন্তানদের হাতে এই ঈদে মোটর সাইকেলের চাবি তুলে দিবেন না। ভটভটি অথবা ট্রাকে করে মহাসড়কে গান -বাজনা করতে নিষেধ করবেন।কেননা ঈদের আনন্দে আপনার আদরের সন্তান বেপরোয়া মোটর সাইকেল চালিয়ে অথবা ভটভটিতে/ ট্রাকে লাফালাফি করে মারাত্মক দুর্ঘটনার সম্মুখীন হতে পারে। ফলে এক নিমিষে আপনার পরিবারে ঈদের আনন্দ শোকে পরিণত হতে পারে।একটি দুর্ঘটনা পরিবারের সারা জীবনের কান্না হতে পারে।তাই সচেতন হোন। আপনার পরিবারকে নিরাপদ রাখুন। সন্তানকে সুরক্ষিত রাখুন।
মোটরসাইকেলে একাধিক যাত্রী বহন করবেন না। হেলমেট ব্যবহার করুন। রেজিস্ট্রেশন বিহীন, ফিটনেস বিহীন ও ড্রাইভিং লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার থেকে বিরত থাকুন। সময় বাঁচাতে, আনন্দে, অন্যের উৎসাহে বেপরোয়া গাড়ি চালাবেন না। Defensive গাড়ি চালাবেন। যত্রতত্র গাড়ি পার্ক করবেন না। গাড়িতে সব ধরনের সিগন্যাল লাইট ব্যবহার করুন।গাড়ি স্টার্ট দেওয়ার পূর্বে গাড়ির সকল পাট্স,টায়ার, ব্যাটারি, মবিল, ব্রেক ইত্যাদি চেক করে দেখুন। মোটরসাইকেলে হাইওয়েতে দূরবর্তী গন্তব্যে যাত্রা হতে বিরতি থাকুন। over speed গাড়ি দুর্ঘটনার অন্যতম কারণ। over speed পরিহার করুন। আঞ্চলিক সড়ক থেকে মহাসড়কে গাড়ি নিয়ে উঠার সময় ডানে বামে ভালোভাবে খেয়াল করবেন।এইক্ষেত্রে মহাসড়কের গাড়িকে অগ্রাধিকার দিয়ে নিজে সময় নিয়ে মহাসড়কে উঠবেন।।
মোটরসাইকেল যাত্রীরা চালকের অভিজ্ঞতা না থাকলে মোটরসাইকেলে যাত্রী হবেন না। ট্রাক ও মিনি ট্রাক ইত্যাদিতে যাত্রী হিসেবে যাবেন না। ঝুঁকিপূর্ণ বাঁক, সরু রাস্তা ও আঁকাবাঁকা রাস্তা গাড়ি চালানোর বিষয়ে সতর্ক থাকুন। নিয়ম অনুযায়ী overtake করুন।অযথা প্রতিযোগিতায় লিপ্ত হবেন না। রাস্তার নিয়ম-কানুন মেনে চলুন। রাস্তায় পথচারীর দিকে খেয়াল রাখুন। ঘুম ঘুম অবস্থায় অথবা অনমনস্ক ভাবে অবশ্যই গাড়ি চালাবেন না। অতিরিক্ত মুনাফার জন্যে বিরতিহীন গাড়ি চালাবে না। overload ট্রাক- মিনিবাস ব্যবহারে বিরত থাকুন। পিচ্ছিল রাস্তা ও বালুময় রাস্তা ব্যবহারে সতর্ক থাকুন। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। অযথা তাড়াহুড়া করে গাড়ি চালাবেন না। ট্রাফিক আইন মেনে চলুন। হাইওয়ে পুলিশ কে সহযোগিতা করুন।নিরাপদ হোক আপনার যাত্রা।