রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০৮:৪৫ অপরাহ্ন

বাগেরহাটের সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কেমর্মান্তিক সড়ক দুর্ঘটনা: দুই ভাইবোন নিহত, আহত ৩

Coder Boss
  • Update Time : রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৫৪ Time View

এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:

বাগেরহাটের মোরেলগঞ্জে সড়ক দুর্ঘটনায় দুই ভাইবোন ঘটনাস্থলেই নিহত হয়েছেন এবং অপর তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের মোরেলগঞ্জ ফায়ার সার্ভিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। শরণখোলা থেকে ঢাকাগামী জিএমএস পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইককে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে।এতে ইজিবাইক চালক মজলু মোল্লা (৪৫)ওতার বোন সুমি বেগম (৩৬) ঘটনাস্থলেই মারা যায়।নিহত সুমি বেগমের তিন মাস বয়সী শিশু মিলি আক্তারএকই পরিবারের ঝুমুর বেগম (৪৮)সিয়াম খান (৩৫)মোরেলগঞ্জ হাসপাতালের কর্তব্যরত মেডিকেল অফিসার আহাদ নাজমুল হাসান জানান, মজলু মোল্লা ও সুমি বেগমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। আহত তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের খুলনায় স্থানান্তর করা হয়েছে।দুর্ঘটনার পর বিকেল সাড়ে ৪টার দিকে নিহতদের লাশ থানায় নেয়া হয়। মোরেলগঞ্জ থানার ওসি মো. রাকিবুল হাসান বলেন, “সড়ক দুর্ঘটনায় নিহত দুজনের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। দুর্ঘটনাকবলিত ইজিবাইক ও বাসটিও হেফাজতে রাখা হয়েছে। তবে পরিবহনের চালক, হেলপার ও সুপারভাইজার পালিয়ে গেছে।”এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
© All rights reserved © 2024 Coder Boss
Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102