এস.এম. সাইফুল ইসলাম কবির, বাগেরহাট:
বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে গণ ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠানে বিভিন্ন শ্রেনীপেশার মানুষের ঢল। শনিবার বিকেলে রওশন আরা মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতা করেন জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম। বিশেষ অতিথির বক্তৃতা করেন তাঁতীদলের কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম-আহবায়ক ড. কাজী মনিরুজ্জামান মনির।
পৌর বিএনপি নেতা অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন বাগেরহাট জেলা বিএনপি নেতা মনির হক ফরাজী, জাতীয়তাবাদী বন্ধু দলের কেন্দ্রীয় নেতা শরীফ মোস্তফা জামান লিটু, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের কেন্দ্রীয় নেতা মো. ইব্রাহিম হোসেন, বিএনপি নেতা গিয়াস উদ্দিন তালুকদার, পল্লীচিকিৎসক দল কেন্দ্রীয় নেতা ডা. মারুফ হোসাইনসহ মোরেলগঞ্জ ও শরণখোলার বিএনপি ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি ভিসি অধ্যাপক ড. এবি এম ওবায়দুল ইসলাম বলেন, আগামীর রাষ্ট্রনায়ক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে এ দেশকে সাজাতে হবে। সে লক্ষে তার নির্দেশনা দলের মধ্যে চাঁদাবাজ, ঘের দখলকারি লুটেদের দলে স্থান নয়। তাদেরকে প্রতিহত করতে হবে। অন্যায়কারীর কাছে মাথা নত নয়, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন না। সভা শেষে দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কমনা ও প্রয়াত বিএনপির নেতৃবৃন্দের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।