মোঃ সুমন মোল্লা, ভাংগা ফরিদপুর থেকে:
আমার দেখা ভাংগা থানায় ওসি হিসেবে কর্মরত থেকে যে কয়জন জনসাধারনের মন জয় করতে পেরেছে তাদের মধ্যে অন্যতম একজন চৌকস ও মানবিক ওসি হিসেবে মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে আমাদের ভাংগা থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোকছেদুর রহমান মহোদয়।
নিরবে করে যাওয়া তার মানবিক ও চৌকস পুলিশিং কাজের কিছু উদাহরণ:
আমাদের ভাংগা পৌর সদরের হাসামদিয়া গ্রামের অত্যন্ত মেধাবী একটি মেয়ে ইমা আক্তার। বিভিন্ন গনমাধ্যমের মাধ্যমে তিনি জানতে পারেন ইমা আক্তার ফরিদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েও আর্থিক অসচ্ছলতার জন্য ভর্তি হতে পারছে না। তিনি জানা মাত্র তার ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সামাজিক সংস্থার সাথে যোগাযোগ করেন এবং তার ঐকান্তিক প্রচেষ্টায় একটি স্বনামধন্য সংস্থা ব্রিটিশ বাংলা ওয়েলফেয়ার ট্রাস্ট ইমার ভর্তীসহ পড়াশুনার সমস্ত দায়িত্ব গ্রহণ করে।
এছাড়াও নিরবে ভাংগার বিভিন্ন এতিম খানায় তিনি এতিম ছেলেদের খাবারসহ বিভিন্ন সহযোগিতা করে আসছেন।
মোকছেদুর রহমান মহোদয় যে একজন চৌকস পুলিশ অফিসার তার প্রমাণ সারা বাংলাদেশের যে কয়টি থানা দ্রুততম সময়ের মধ্যে মানুষকে পুলিশিং সেবা ও জনসাধারনের নিরাপত্তা নিশ্চিত করেছে তার মধ্যে অন্যতম আমাদের ভাংগা থানা।
তার নেতৃত্বে ৭২ ঘন্টার মধ্যে ক্লুলেস মার্ডারের তথ্য উদঘাটন পূর্বক আসামী গ্রেফতার হয়েছে।
অতি দ্রুত কয়েকটি ডাকাতি মামলার তথ্য উদঘাটন করে পেশাদার ডাকাত গ্রেফতার পূর্বক মালামাল উদ্ধার হয় তার নেতৃত্বে।
দ্রুততম সময়ের মধ্যে চাঞ্চল্যকর গণধর্ষনের আসামী তার নেতৃত্বে গ্রেফতার হয়।
তার চৌকস ও মেধাদীপ্ত নেতৃত্বে ভাংগা থানায় জন নিরাপত্তা স্বাভাবিক রয়েছে।
তাকে নিয়ে ক্ষুদ্র কিছু গোষ্ঠির সমোলচনার জবাব প্রসঙ্গে:
তিনি ভাংগা থানার চিহ্নিত সন্ত্রাসী, চাদাবাজ, মাদক ব্যবসায়ী ও বিশেষ করে ভূমি দস্যুদের জন্য আতংক।
এছাড়াও অসংখ্য ছাত্র জনতার খুনী, পতিত সৈরাচারের সন্ত্রাসী দোসর ও নিষিদ্ধ সংগঠন হেলমেটলীগের রাষ্ট্র বিরোধী, বেআইনী অপকর্মের বিরুদ্ধে সোচ্চার।
এই ক্ষুদ্র গোষ্ঠির নিকট তিনি সমালোচিত। তবে এই সমালোচনা তার ভালো কাজ ও জনগনের সেবার আগ্রহ বৃদ্ধি করে।
পরিশেষে তার প্রতি শুভকামনা।