সুরঞ্জন তালুকদার (মধ্যনগর প্রতিনিধি)
মধ্যনগর উপজেলার নির্বাহী অফিসার উজ্জ্বল রায়ের সাথে সৌজন্য সাক্ষাত করেছেন মধ্যনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ। আজ ১০ই ডিসেম্বর তাঁরা নবাগত নির্বাহী অফিসারকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি শিক্ষকদের পরিচিতি, কর্ম পরিধি ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
উপজেলা নির্বাহী অফিসার তার শুভেচ্ছা বক্তব্যে উপজেলার শিক্ষা ব্যবস্থা মান ভালো থাকায় শিক্ষকদের ভূমিকার ভূয়সী প্রশংসার পাশাপাশি বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় শিক্ষকবৃন্দের উপজেলার শিক্ষা সহজীকরণে উপজেলা প্রশাসনের উদ্যোগে সর্বাত্মকভাবে সহযোগীতার করবেন বলে প্রতিশ্রুতি দেন।
এসময় উপস্থিত উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি রমারঞ্জন তালুকদার, সহ-সভাপতি ও খালিশাকান্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রাশিদ আলম, প্রধান শিক্ষক ভূপতি রঞ্জন তালুকদার,কামারগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরঞ্জন সাহা রায়, সুলেমানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অজয় তালুকদার,সাজদাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপিকা রঞ্জন সরকার,সহকারী শিক্ষক সমিতির সভাপতি রজত তালুকদার, সহকারী শিক্ষক সমিতির সহ-সভাপতি মাহবুব হোসেন, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান মৃনাল কান্তি সরকার, দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জীবন তালুকদার, প্রধান শিক্ষক সাদউল্লা আকন্দ প্রমুখ।