মাধবদী নরসিংদী সংবাদদাতা:
রহমত, বরকত ও মাগফিরাতের মাস পবিত্র রমজান। এই মাস পুরোটাই ধরিত্রীর জন্য বয়ে আনে কল্যাণ। সিয়াম সাধনার এই মাসে মুসলিমরা বিশ্বাস করে ইফতার ও সাহরিতে রয়েছে সমূহ কল্যাণ। তাই কল্যাণের এই মাসে ঘটা করে আদায় করা হয় ইফতার। দিন শেষে সন্ধ্যায় অনেকেই একত্রিত হয়ে করে এই মহিমান্বিত আয়োজন।
নরসিংদী মাধবদীতে ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাবের আয়োজনে করা হয় এই মহিমান্বিত ইফতার মাহফিল মাধবদী মহা বিদ্যালয়ে গতকাল (১৩ রমজান ১৪মার্চ শুক্রবার)
সংগঠনের সভাপতি হাজী মো. কাজী ইয়াকুবের সভাপতিত্বে ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সাধারণ সম্পাদক মোহাম্মদ রোমান মিয়া, অর্থ সম্পাদক আনোয়ার হোসেন মোল্লাহ, রোটারিয়ান আবদুল হামিদসহ বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিগণ।
ইফতার মাহফিলের সংক্ষিপ্ত আলোচনায় বক্তব্য রাখেন ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মো. জজ মিয়া, হৃদয়ে বাংলাদেশ এর সভাপতি আরাফাত রহমান, টিম ম্যানেজার নুরুল হক, বিএনপি নেতা আনোয়ার হোসেন আনু এবং মাধবদী স্বেচ্ছাসেবী সংগঠন ফোরামের সভাপতি হাজী মোহাম্মদ আল আমিন রহমান প্রমূখ।
সার্বিকভাবে ইফতার মাহফিলের আয়োজনে সহযোগিতা করেন মোস্তফা রীমাসহ ক্যামব্রিজ স্পোর্টিং ক্লাবের সদস্যবৃন্দ।