মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জের গ্রামপাঙ্গাসী বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ শে ফেব্রুয়ারি ২০২৫) বেলা ১১ টায় স্কুল প্রাঙ্গণে এসএসসি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অত্র প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক মোঃ হযরত আলীর সঞ্চালনায় বিদায়ী এসএসসি পরীক্ষার্থীদের ও নতুন শিক্ষার্থীদের উদ্দেশ্যে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কামরুল ইসলাম বলেন, এ বিদায় চির বিদায় নয়, এ বিদায় নতুন জায়গা ও উচ্চতর শিক্ষা গ্রহণের বিদায়। পরে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ, উপহার প্রদান ও দুপুরের খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানটি শেষ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উক্ত স্কুলের সহকারী শিক্ষক বকুল হোসেন, বাবুল হেসেন, আতিকুর রহমান, মিজানুর রহমান, লুৎফর রহমান, দুলাল হোসেন, জীবন নাহার খানম, রুনা ও রিমা খাতুন। আরও উপস্থিত ছিলেন, উপজেলার মনোহরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ মোঃ আবু ফাত্তাহ, টিক্কা খান, সহ অত্র প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত অনুষ্ঠান শেষে উপস্থিতদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।