মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান,, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন মাঠে মাঠে সরিষার ফুলে দোল খাচ্ছে কৃষকের রঙিন স্বপ্ন। আমন ধান কাটার পর পরই সরিষা চাষে ব্যস্ত সময় কাটান উপজেলার কৃষকেরা। এবার এ উপজেলায় ভুট্টার পাশাপাশি সরিষা চাষ করছেন প্রায় সমান তালেই। বর্তমানে কৃষকের মাঠে মাঠে দোল খাচ্ছে সরিষার ফুল। পোষের শেষে মাঘ-ফাল্গুনে জমি থেকে সরিষা সংগ্রহের পর এসব জমিতে বোরো ধান চাষ করবেন কৃষকেরা। সরেজমিন রায়গঞ্জের কিছু এলাকা পরিদর্শনকালে দেখা গেছে, কিছু জমিতে পুরোপুরিভাবে ফুল এসেছে আবার কিছু জমিতে কলি আসছে। উপজেলার বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলে জানা যায়, আগামী কয়েক দিনের মধ্যে সব সরিষা গাছ ফুলে ফুলে ছেয়ে যাবে। এদিকে দেশের বিভিন্ন এলাকা থেকে আগত মোখামারীরা সরিষা ক্ষেতের পাশে স্হাপণ করেছেন মৌবক্স। উপজেলার ব্রাম্মনবাড়ীয়া গ্রামের কৃষক মোঃ আব্দুস সালাম জানান, বর্তমান সময়ে অনেক ভাল জাতের সরিষা চাষ হচ্ছে। এক বিঘা জমিতে সরিষা চাষে প্রায় ৫ থেকে ৬ হাজার টাকা খরচ হয়। সকল দিকে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ দিচ্ছেন উপজেলা কৃষি অফিস। আবহাওয়া অনুকূলে থাকলে এবার বাম্পার ফলনের আশা করছেন উপজেলার কৃষকেরা।