মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় ৯ টি ইউনিয়নের কৃষকের বিভিন্ন জমিতে চলতি ইরি-বোরো ধান চাষাবাদের জন্য জমি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন উপজেলা কৃষকেরা। ধানের দাম বেশি থাকায় মনের সুখে ইরি-বোরো ধান চাষ শুরু করেছেন উপজেলার কৃষকেরা। স্হানীয় বেশ কয়েকজন কৃষকের সাথে কথা হলে তারা জানান, গত বছর ধানের দাম ভাল থাকায় এবারও আশানারুপ ধান চাষাবাদ করছেন অনেকেই। আর তাছাড়া এবার সার পেতে তেমন কোনো বেক পেতে হচ্ছে না বলেও জানান তারা। এদিকে ধানের বর্তমান বাজার মূল্য ঠিক থাকলে গত বারের মতো এবারও ধান চাষে লাভবান হবেন বলে জানান, উপজেলার অধিকাংশ কৃষকেরা।