সানজিদা রুমা নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় চাঁদের হাসি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) উপজেলার নিলক্ষা আবুল হাসেম উচ্চ বিদ্যালয় মাঠে চাঁদের হাসি আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বার্ষিক এই ক্রীড়া অনুষ্ঠানকে ঘিরে বর্ণীল সাজে সাজানো হয় আবুল হাসেম উচ্চ বিদ্যালয়ের পুরো চত্বর। আনন্দঘন মনোরম পরিবেশে কোরআন তেলাওয়াত ও জাতীয় সংঙ্গীত পরিবেশনার সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে ক্রীড়া অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। পরে মশাল প্রজ্জলনের মধ্যদিয়ে ক্রীড়া প্রতিযোগিতার শুভ সূচনা করা হয় ।
কোমলমতি শিক্ষার্থীদের কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন উপস্থিত সকলের মন জয় করে নেয় এবং প্রসংশা কুড়াতে সক্ষম হয়।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিরা টুরস এন্ড ট্রাভেলসের চেয়ারম্যান দানবীর মো. সিদ্দিকুর রহমান। ক্রীড়া অনুষ্ঠানের উদ্বোধন করেন সামিরা ট্যুরস এন্ড ট্রাভেলসের পরিচালক রাজিয়া সুলতানা রহমান।
চাঁদের হাসি আইডিয়াল স্কুল পরিচালনা কমিটির সভাপতি মো. শফিকুল ইসলাম খোকার সভাপতিত্বে ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী বিশিষ্ট সমাজসেবক এড. মো. সাদেকুর রহমান সরকার খোকা, রায়পুরা সোনালী ব্যাংক সিনিয়র অফিসার ওমর ফারুক, সামিরা টুরস এন্ড ট্রাভেলসের পরিচালক মো. সাফওয়ান রহমান, নিলক্ষা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মো. শাহ আলম সরকার, সমাজ সেবিকা মোসা আখী আক্তার, মোসা রেশমা আক্তার সুখী, তিশা ইসলাম সালমাসহ অন্যান্য অতিথি বৃন্দরা।
অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথি সিদ্দিকুর রহমান ও উদ্বোধক রাজিয়া সুলতানা রহমানসহ অন্যান্য অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে স্বাগত জানানো হয়।
দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অনুষ্ঠানে শিক্ষার্থীদের ১০০ মিটার দৌড়, ৩০০ মিটার দৌড়, ৪০০ মিটার দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়, মারবেল দৌড়, গুপ্তধন উদ্ধার, দীর্ঘ লাফ, যেমন খুশি তেমন সাজো, অভিভাবকদের (পুরুষ) অন্ধের হাঁড়ি ভাঙ্গা ও (মহিলা) সতীনের ছেলে কেউ রাখে না কোলে এবং শিক্ষকদের অন্ধের গোলসহ বিভিন্ন ইভেন্টের খেলা উপস্থিত আমন্ত্রিত অতিথিসহ সকলের কাছে ছিল উপভোগ্য।
দ্বিতীয় পর্বে বিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশাত্মকবোধক গান, নৃত্য ও কবিতা আবৃত্তিসহ সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. সিদ্দিকুর রহমান বলেন, আমাদের সমাজ থেকে বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডসহ ঝগড়া,বিবাদ ও সংঘাত দূর করতে হবে, সুস্থ ধারার সমাজ ব্যবস্থা গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। অনাচার অবিচারের মধ্য দিয়ে এলাকায় অর্থনৈতিকভাবে ব্যাপক হয়ে। সমাজের ব্যভিচারগুলো বন্ধ করতে না পারলে আরও বড় ধরনের ক্ষতি হতে পারে। তোমাদের উন্নতিকল্পে অন্যায় অত্যাচারগুলো বন্ধ করতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। যে কোন মুল্যে সন্ত্রাসী কর্মকান্ডসহ সব ধরনের মারামারি হানাহানি বন্ধ করতে হবে। সন্ত্রাস নিমূল করে শিক্ষিত জাতি গঠন করতে হবে। বিভিন্ন মিডিয়ায় আমাদের এলাকার টেটা ও বন্দুকযুদ্ধের সংবাদ প্রচার হলে আমরা অন্যান্য ওদের কাছে লজ্জিত হই, এমন সংবাদ আর আমরা শুনতে চাই না। আগামী দিনে আমরা এলাকার সু-সংবাদ শুনতে চাই।
তিনি আরো বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকাশ ঘটাতে হবে। খেলা শুধুমাত্র শারীরিক সক্ষমতার পরীক্ষা নয়, এটি আমাদের মানসিক দৃঢ়তা, দলগত চেতনা এবং নৈতিকতার বিকাশ ঘটায়। খেলাধূলার মাধ্যমে আমরা শিখি কীভাবে জয়ের আনন্দ উদ্যাপন করতে হয়। আর পরাজয়ের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। যাতে আজ যারা পরাজয় তারা আগামী দিনে জয়ী হতে পারে।
এ অনুষ্ঠানের সকল সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় শিক্ষক, অভিভাবকগণ এবং আমার প্রিয় ছাত্র-ছাত্রীরা,আজকের এই সুন্দর ও মনোমুগ্ধকর পরিবেশে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিন্দন।