নাছিম আহমেদ ইকবাল, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নতুন বই বিতরণ করা হয়েছে। রবিবার (৫জানুয়ারি) সকাল থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বই বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ ফারজানা ইয়াসমিন। শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ অনুষ্ঠানে প্রধান শিক্ষক নূর উদ্দিন মোঃ আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন, উপজেলা শিক্ষা অফিসার তাজমুন্নাহার, শিবপুর প্রেস ক্লাবের সভাপতি এস এম খোরশেদ আলম, সাবেক সাধারণ সম্পাদক এস এম আরিফুল হাসান প্রমুখ।
এছাড়া শিবপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবদুল মান্নান ভূইয়া আদর্শ বিদ্যাপীঠ, আড়ালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, সফরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করা হয়েছে।