নাছিম আহমেদ (ইকবাল), শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম বেদন মৃধা কোয়ার্টার ফাইনাল ফুটবল টুর্নামেন্ট -২০২৪। শনিবার (০৪জানুয়ারি ) বিকেলে ‘বীর মুক্তিযোদ্ধা মরহুম মনজু মৃধা স্মৃতি সংসদ’ এর আয়োজনে শিবপুর উপজেলার চক্রধা ইউনিয়নের পচার বাড়ি মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ডাঃ মোহাম্মদ ওমর ফারুক ভূঁইয়া, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল ঢাকা।প্রধান পৃষ্টপোষকতায় শিবপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী শামিম গফুর। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন, বেনোজির আহমেদ বেনু,ভারপ্রাপ্ত চেয়ারম্যান চক্রধা ইউনিয়ন পরিষদ। সার্বিক সহযোগিতায় ছিলেন শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম মৃধা।
শিবপুর মাইক্রো স্ট্যান্ড সভাপতি মোঃ শাহিন মিয়া, সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুগ্ন আহবায়ক শিবপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, সৈয়দ মতিউর রহমান মতিন।মহসিন খান। সাইদুল ইসলাম খান। সদস্য পৌরসভা যুবদল মোঃবাবুল প্রধান। বিশিষ্ট ব্যবসায়ী মোঃমনির খান। বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তৌহিদ হাসান শাওন শেখ।জাহাঙ্গীর আলম বিশিষ্ট সমাজসেবক। সাবেক সেনা সদস্য জুয়েল প্রধান।মোঃআমানুল্লাহ আমন,সহ অন্যান্য নেতৃবৃন্দ।
খেলায় অংশগ্রহণ করেন,গোতাশীয়া ফুটবল একাদশ বনাম শুটার আব্দুল গফুর ফুটবল একাডেমী।
খেলার ফলাফল :১-০ গোলে শুটার আব্দুল গফুর ফুটবল একাডেমি বিজয়ী হয়।