নাছিম আহমেদ (ইকবাল) শিবপুর, নরসিংদী:
নরসিংদীর শিবপুরে বীর মুক্তিযোদ্ধা মরহুম বেদনমৃধা মটরসাইকেল ফুটবল টূর্ণামেন্ট -২০২৪ এর সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১লা ফেব্রুয়ারি) বিকেলে বীর মুক্তিযোদ্ধা মরহুম মজনু মৃধা স্মৃতি ফাউন্ডেশন এর উদ্যোগে পচারবাড়ি মাঠে এই ফুটবল খেলা অনুষ্ঠিত হয়।
শিবপুর উপজেলা ছাত্রদলের ছাত্রনেতা মোঃ ইমরান প্রধান এর সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর উপজেলা বিএনপির সভাপতি ও মাছিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চক্রধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেনুজির আহমেদ খান, শিবপুর সরকারি শহীদ আসাদ কলেজের সাবেক জিএস নুরুল আমিন রিকাবদার জাহান,প্রধান পৃষ্ঠপোষকতায় ছিলেন শামীম গফুর,সার্বিক তত্বাবধানে ছিলেন শিবপুর উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম মৃধা। খেলায় রাবান ফ্রেন্ডস ক্লাব বনাম বইলাব ফুটবল একাদশ অংশগ্রহণ করে ৫-১ গোলে বইলাব ফুটবল একাদশ বিজয় লাভ করে।