নাসিম আহমেদ ইকবাল, শিবপুর নরসিংদী:
নরসিংদীর শিবপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির প্রবীণ নেতা মরহুম মোঃ চান মিয়া মোল্লার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব পৌরসভার বাজনাব বাজারে এই আয়োজন করা হয়।
শিবপুর পৌরসভার ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ কবির মুন্সির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ মাসুদ মোল্লার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এড. মাহমুদুল হাসান বাবুল মৈশান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সরকার, সহ সভাপতি মোঃ আসাদুল্লাহ। এসময় উপস্থিত ছিলেন, ১ নং ওয়ার্ড কমিশনার মোঃ জাহাঙ্গীর আলম, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ খোরশেদ আলম, ১ নং ওয়ার্ড বিএনপি, সহযোগী সংগঠনের নেতাকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।