সরিষাবাড়ী প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ৩ জন হতাহতের খবর পাওয়া গেছে। শুক্রবার ১৭ জানুয়ারী দুপুরে উপজোলার তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানা যায়।
স্থানীয় সুত্রে জানা যায়,তারাকান্দি পশ্চিম পাড়া গ্রামে মৃত আনোয়ার হোসেন তালুকদার (কালু)"র ছেলে আতাউর রহমান বিপুল (৪৫) গং দের সাথে চাচাতো ভাই আপেল গংদের মধ্যে দীঘদিন যাবৎ জমিজমার বিরোধ চলে আসছিল। জমিজমার বিরোধের জের ধরে আপেল শুক্রবার দুপুরে ধারালো অস্ত্র নিয়ে আতাউর রহমান বিপুলকে হঠাৎ আক্রমন চালায়।ধারালো অস্ত্রের এলোপাথারী কুপে তার দু বাহু ক্ষতবিষত হয়। স্থানীয়রা উদ্ধার করে বিপুলকে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটায় নিহত আতাউরের মা আছমা বেগম (৫৫) ও স্ত্রী মুক্তা বেগমও (৩৫) গুরুতর আহত হয়। গুরুতর আহত উভয়কে সরিষাবাড়ী হাসপাতাল থেকে ময়মনসিংহ হাসপাতালে প্রেরণ করা হয়।অবস্থার অবনতি হওয়ায় আছমা বেগমকে ঢাকা প্রেরণ করা হয়েছ বলে জানা যায়।
এ বিষয়ে আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা মুঠোফোনে বলেন,আতাউরকে হাসপাতালে আনার আগেই মারা যায়।ময়মনসিংহ হাসপাতালে তার স্ত্রীর অবস্থা কিছুটা উন্নতি হলেও মা আছমা বেগমের অবস্থা অবনতি হওয়ায় তাকে ঢাকায় থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার ওসিকে ফোন দিয়ে না পাওয়ায় তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।তবে মুন্সি খানা থেকে জানা যায় আতাউর নিহতের ঘটনায় দু"জনকে আটক করে থানায় আনা হয়েছে।এর মধ্যে একজন শিশু এবং নিহতের লাশ থানায় রয়েছে বলে জানা যায়।
রাত সাড়ে সাতটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রক্রিয়া চলমান এবং নিহতের লাশ থানায় রয়েছে বলে জানা যায়।