মতিউর রহমান,সরিষাবাড়ী,জামালপুরঃ
জামালপুরের সরিষাবাড়ী পোগলদিঘা ইউনিয়নের তারাকান্দি গ্রামের আনোয়ার হোসেন কালু তালুকদারের ছেলে আতাউর রহমান বিপুল(৫০) কে জমিজমার বিরোধে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংস হত্যাকান্ডের ঘটনায় আরও তিন আসামীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ২০ জানুয়ারী গোপন তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার মেট্টোপলিটন চক্রবতী ট্যাক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা যায়। এ নিয়ে এজাহার নামীয় মোট ০৫ আসামীকে গ্রেফতার করতে সষম হয়েছে থানা ও ডিবি পুলিশ।
থানা সুত্রে প্রকাশ আনোয়ার হোসেন বিপুল হত্যাকান্ডের ঘটনায় তার ভাই আলামিন গত ১৭ জানুয়ারী ঘটনার দিন সরিষাবাড়ী থানায় তার চাচাতো ভাই ও হত্যাকান্ডের মূল হোতা আসাদুজ্জামান আপেলকে প্রধান আসামী করে ১০ জনের নাম উল্লেখ পূর্বক আরও অজ্ঞাত ৪/৫ জনকে আসামী করে হত্যা মামলা দায়ের করে। মামলা নং ১০ ধারা,১৪৩/৪৪৭/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩০২/
৪৩৬/১১৪/৫০৬/৩৪ পেনাল কোড। ঘটনার দিন সরিষাবাড়ী থানা পুলিশ
বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসাদুজ্জামান আপেলের মা আনোয়ারা বেগম ও সাজিত ইসলাম তানজিলকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে প্রেরণ করে। ২০ জানুয়ারী জেলা পুলিশ সুপার এর দিক নির্দেশনা ও পরামর্শে ডিবি পুলিশের একটি দল অভিযান পরিচালনা করে তানজিল ইসলাম তাসিন,তাসলিমুল ইসলাম তমাল ও বিন্দু তালুকদারকে গ্রেফতার করে সরিষাবাড়ী থানায় সোপর্দ করে। এ নিয়ে মোট পাঁচজন আসামীকে গ্রেফতার করা হয়ছে। মূল হত্অকারী আসাদুজ্জামান আপেলএখনও পলাতক।
এ বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ চাঁদ মিয়া বলেন, জেলা পুলিশ সুপার মহোদয়ের পরামর্শ ও দিক নির্দেচনায় বিপুল হত্যা মামলার তিন আসামীকে ডিবি পুলিশের একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গাজীপুর জেলার মেট্টো পলিটন চক্রবতী ট্যাক এলাকা থেকে গ্রেফতার করে থানায় সোপর্দ করেছে। আসামীদের জিজ্ঞাসাবাদ শেষে ২১ জানুয়ারী মঙ্গঁলবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে। বাকী আসামীদেরও গ্রেফতারের জোর চেষ্টা চলছে বলে জানান ওসি চাঁদ মিয়া।