মতিউর রহমান, সরিষাবাড়ী,জামালপুর:
স্বনামধন্য গীতি কবি লেখক শিক্ষক নাটক নির্মাতা আর্ষ্টিস্ট এবং মাই টিভি’ও দৈনিক ইত্তেফাক পত্রিকার সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি এএসএম জুলফিকুর রহমান (৬৫) আর আমাদের মাঝে নেই। দীর্ঘদিন রোগ ভোগের পর ১৪ ফেব্রুয়ারী শুক্রবার রাত ১২ টার পর ঢাকার একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করে না ফেরার দেশে চলে যান তিনি (ইন্নাহ লিল্লাহি,,,,,রাজিউন)। মরহুম জুলফিকুর রহমান ছিলেন হাস্যোজ্জল সাদা মনের বিনয়ী ও সদালামী একজন গুনধর মানুষ। তিনি রৌহা- নান্দিনা উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন প্রধান শিক্ষক হিসেবে দ্বায়িত্ব পালন শেষে অবসর গ্রহণ করেন। তিনি ছিলেন বাংলাদেশ বেতারের তালিকাভুক্ত গীতিকার। মাইটিভি ও দৈনিক ইত্তেফাক সরিষাবাড়ী উপজেলা প্রতিনিধি ও জামালপুর জেলা প্রেস ক্লাবের সম্মানিত সদস্য এবং সরিষাবাড়ী প্রেস ক্লাবের সহ-সভাপতি। গুনি এ মানুষটির প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয় তাঁর গ্রামের বাড়ী চর জামিরায় এবং দ্বিতীয় নামাজে জানাজা বাদ জুমা সরিষাবাড়ী গণ ময়দানে অনুষ্ঠিত হয়। এ সময় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে স্মৃতি চারণ করেন আরডিএম মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম,আরএনসি উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক জয়নুল আবেদীন,জেলা বিএনপি নেতা জহুরুল ইসলাম পিন্টু,সরিষাবাড়ী প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি আব্দুর রউফ তারা। মরহুমের নামাজে জানাজায় শরিক হয়ে জামালপুর জেলা প্রেস ক্লাবের সভাপতি ফজল ই এলাহি মাকাম স্মৃতিচারণ করেন এবং ক্লাবের পক্ষ থেকে মরহুমের পরিবারকে এক লক্ষ টাকা অনুদানের ঘোষনা দেন। মৃত্যুকালে মরহুম জুলফিকুর রহমান ২ স্ত্রী ৫ ছেলে মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহি রেখে যান। এএসএম জুলফিকুর রহমানের মৃত্যুতে সরিষাবাড়ী- জামালপুর তথা সাংবাদিক সমাজ হারালো একজন নির্ভিক কলম সৈনিক এবং জাতি হারালো এক গুণিজনকে। সাংবাদিক মহলের পক্ষ থেকে গুণি এ মানুষটির বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি।