আঃ রহিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
"দুর্যোগের পূর্বাভাস প্রস্ততি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে নওগাঁ সাপাহারে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস ২০২৫ উদ্যাপন উপলক্ষে অগ্নি নির্বাপন ও ভূমিকম্প বিষয়ক মহড়া এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার দুপুরে উপজেলা প্রশাসন এর আয়োজন এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও ত্রাণ মন্ত্রণালয়ের বাস্তবয়নে সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মহড়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নিবার্হী অফিসার ইউএনও সেলিম আহমেদ। এসময় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শামসুন্নাহার সুমি, উপজেলা সমাজসেবা কর্মকর্তা দেলেয়ার হোসেন, পিআইও মাহমুদুল হক টিটো, সহকারী কৃষি কর্মকর্তা সেলিম আহমেদ ও সাপাহার ফায়ারর সার্ভিসের সদস্যগন সেখানে উপস্থিত ছিলেন। আলোচনা শেষে বিদ্যালয় মাঠে ফয়ার ফাইটার মোঃ সুমন ভূমিকম্প পরবর্তী করনীয়,গ্যাস সিলিন্ডারের অগ্নিসংযোগ এবং বাসা বাড়ির অগ্নিসংযোগ ঘটলে তাৎক্ষণিক করণীয় সম্পর্কে মহড়া প্রদর্শন ও বিস্তারিত উপস্থিত সকলের সামনে তুলে ধরেন।