আঃ রহিম, সাপাহার (নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর সাপাহারে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা নির্বাহী অফিসার সেলিম আহমেদ এর সভাপতিত্বে একটি র্যালী উপজেলা চত্ত্বরে প্রদক্ষিন করে এবং পরে উপজেলা পরিষদ হল রুমে আলেচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) আবিদা সিফাত,উপজেলা প্রকৌশলী তাহাজ্জত হোসেন,সমাজসেবা কর্মকর্তা দেলোয়ার হোসেন, মৎস্য কর্মকর্তা শামিম হোসেন,সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম,সহকারী কৃষি অফিসার আতাউর রহমান সেলিম, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আব্দুল্যাহ আনসারী, ইউপি সচিব মহিদুল হক লিপু সহ আরো অনেকে।