মহসিন আলম মুহিন, বিশেষ প্রতিনিধি:
সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার এনায়েতপুর থানার অন্তর্গত-সাবেক বেতিল, বর্তমান গোপালপুর নিবাসী জনাব মরহুম জয়নাল আবেদীন শেখের ছেলে বীর মুক্তিযোদ্ধা বেতিল মুক্তিরাহী সংঘের সম্মানিত সদস্য জনাব আলহাজ্ব মোঃ রহুল আমিন শেখ গতরাত ৩ঃ৩০ ঘটিকায়- ২৭/০২/২০২৫ রোজঃ- বৃহস্পতিবার ইন্তেকাল করেছেন-ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদৌসের মেহমান করুন এবং শোক সন্তপ্ত পরিবারকে শোক সহ্য করার তাওফিক দান করুন। মরহুমের মৃত্যুতে গভীর শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। মরহুম হলেন > মোছাঃ ছাবিকুন্নাহার সুরুভী ও মোঃ হৃদয় শেখের বাবা।।
মরহুমের নামাজে জানাজা অদ্য-বাদ আসর-২৭/০২/২০২৫ ইংরেজি, রোজঃ-বৃহস্পতিবার, বেতিল-খামার গ্রাম কবরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে।।