কামফর আনপ্রিভিলিজড চাইল্ড সি ইউ সির সহ- সভাপতি ও নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনার সহকারী ম্যানেজার জনাব শহীদুল্লাহ শহীদ ভাইয়ের পিতা মরহুম নুর মোহাম্মদ শেখ (৭৮) গত ১০ই মার্চ রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় নার্গিস মেমোরিয়াল হসপিটাল খুলনায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়াইন্নাইলাইহে রাজিউন। মরহুমের নামাজের জানাযা এবং দাফন মোড়েলগঞ্জ এর বড় বাজার নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়েছে। মরহুমের ইন্তেকালে
সি ইউ সি পরিবার গভীর ভাবে শোকাহত। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। মরহুমের রুহের মাগফিরাত কামনায় সিইউসি পরিবারের পক্ষ থেকে ১১ রমজানে ১২ই মার্চ বাদ আসর সি ইউ সি স্কুল ২২ নম্বর ওয়ার্ড নতুন বাজার শাখায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
সকলকে উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।