সুরঞ্জন তালুকদার, মধ্যনগর প্রতিনিধি:
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নবগঠিত আহ্বায়ক কমিটির মোনাজ্জির হোসেন আহ্বায়ক, জাহাঙ্গীর আলম সদস্য সচিব ও রায়হান উদ্দিন সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনোনিত হওয়ায় আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে মধ্যনগরে আনন্দ মিছিল।
আজ ২০শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার দুপুর ১২ঘটিকায় আনন্দ মিছিল করে মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। মিছিলটি উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে মধ্যনগর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকন উদ্দিন। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব আলমের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক সেপুল মিয়া, যুগ্ম আহ্বায়ক হাঞ্জারা মিয়া, যুগ্ম আহ্বায়ক বাচ্ছু মিয়া,ছাত্রদলের সদস্য সচিব মোসাব্বির হোসেন সাগর , যুগ্ম আহ্বায়ক বাপ্পী হাসান প্রমুখ।
এসময় উপস্থিত ছিল মধ্যনগর উপজেলা স্বেচ্ছাসেবক দল ও অঙ্গসংগঠনের অসংখ্য নেতাকর্মীরা।