সাইফ উল্লাহ, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটিতে মূল্যায়ন করা হয়নি ত্যাগী ও দলের দুর্দিনের নেতা কর্মীদের। অযোগ্য, সুবিধাভোগী ও টাকা ওয়ালাদের বর্তমান কমিটিতে জায়গা করে দেওয়া হয়েছে- এমন আলোচনার ঝড় উঠেছে জেলার সর্ব মহলে। এতে করে দলের ভাবমূর্তি নষ্ট ও সাংগঠনিক কর্মকাণ্ড ব্যাহত হবে বলে মনে করেন দলটির দুর্দিনের কর্মীরা।
বর্তমান কমিটিতে দুর্দিনে দলের হাল ধরা অনেক নেতাকর্মীদের জায়গা হয়নি এবং একপেষে ও অযোগ্যদের অন্তর্ভুক্ত করে কমিটি করা হয়েছে, এসব হাইব্রিড নেতাদের বাদ দেওয়ার প্রতিবাদে ও দুর্দিনে দলের পাশে থেকে দলের জন্য যারা ত্যাগ শিকার করেছে তাদের অন্তর্ভুক্ত করতে জামালগঞ্জ উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) বেলা সারে তিনটার সময় জামালগঞ্জ ফেরিঘাট থেকে জামালগঞ্জ ইকবাল মার্কেট পর্যন্ত গন মিছিল করেছে জামালগঞ্জ উপজেলা বিএনপির সকল অঙ্গ- সহযোগি সংগঠন।
জামালগঞ্জ উপজেলার ৬ টি ইউনিয়ন থেকে আগত সকল নেতাকর্মীরা তিনটি স্লোগানের মুখরিত করেছে জামালগঞ্জ উপজেলা,,,,,
তারেক জিয়ার পরিক্ষিত সৈনিক এক হও লড়াই করো।
জামালগঞ্জের মাটি শাহ মোঃ শাহজাহান ভাইয়ের ঘাটি।
জামালগঞ্জ উপজেলা বিএনপির কমিটি শাহ মোঃ শাহজাহান ছাড়া মানি না মানব নাহ।
জামালগঞ্জে ত্যাগীদের মূল্যায়ন করতে করতে হবে।
মিছিল শেষে তাহের আহমেদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আকারে পথ সভায় অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন,,,,
জালাল উদ্দীন ফারুকী ( সাবেক সাধারণ সম্পাদক জামালগঞ্জ উত্তর ইউপি), শহিদুল ইসলাম(সাবেক সহ-সভাপতি সাচনা ইউপি),আমিনুল ইসলাম ( সাবেক সাংগঠনিক সম্পাদক, সদর ইউপি),
আবু সায়েম (যুগ্ম আহবায়ক উপজেলা কৃষক দল),
আসাদ নূর সাদী ( সদস্য সচিব উপজেলা কৃষক দল),
মেহেদী হাসান রুকন(যুগ্ম আহবায়ক, জামালগঞ্জ উপজেলা যুবদল), তোফায়েল আহমেদ ( যুবদল নেতা),আবু সুফিয়ান ( আহবায়ক, জামালগঞ্জ কলেজ ছাত্র দল) সহ আরো অনেকেই বক্তব্য রাখেন।
এ সময় শাহ মোঃ শাহজাহান ভাইয়ের সমর্থিত নেতা কর্মীরা বলেন, যারা কখনো জেল, জুলুমের শিকার হয়নি, দলের পক্ষে মিছিল সমাবেশে পাওয়া যায়নি, এমনকি হাসিনার সরকারের সময় জামালগঞ্জে পাওয়া যায়নি তাদেরকে নিয়ে কমিটি সাজানো হয়েছে। আর যারা দীর্ঘ ১৭ বছর হাসিনার সরকারের নির্যাতনে জর্জরিত, দলের জন্য জীবনের অর্ধেক সময় জেলখানায় কাটিয়েছে তাদেরকে বাদ রেখেছে, অবিলম্বে এই ধরনের ত্যাগী নেতাকর্মীদের দলে জায়গা দিয়ে হাইব্রিড নেতাদের দল থেকে বাদ দিতে হবে অন্যথায় বৃহৎ কর্মসূচি দেওয়া হবে।
সব শেষে জাতীয়তাবাদী মৎসজীবি দলের সভাপতি জয়নাল আবদীন
সকল অঙ্গ সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের পক্ষ থেকে কেন্দ্রীয় ও জেলা বিএনপির কাছে দাবি জানিয়েছেন যে, দলীয় ঐক্য ও সুষ্ঠু প্রতিনিধিত্ব নিশ্চিত করতে এই কমিটি পুনর্গঠন করতে হবে। অন্যথায়, তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা বাড়তে পারে, যা দলের সংগঠনিক শক্তিকে দুর্বল করবে। জামালগঞ্জ উপজেলা বিএনপির অভ্যন্তরীণ এই বিতর্ক কিভাবে সমাধান হবে এবং কেন্দ্রীয় নেতৃত্ব কী পদক্ষেপ নেবে, সেটাই এখন দেখার বিষয়।