কলমে- দেব মন্ডল
গাছের মিষ্টি ফল পেয়ে পাখি রাখিতে পারেনি তা নিজ কাছে।
ফেলিয়াছে সে ফল অবহেলায় গাছের নিচে।
মনে ভেবেছিলো তার চেয়ে মিষ্টি ফল,
এই পৃথিবীতে পাবে খুঁজে।
যে ফল পড়ে ছিলো মাটি মাঝে,
পাখি অবহেলা করেছে না বুঝে।
অবশেষে সেই ফল থেকে জন্ম হয়েছে গাছের নতুন রুপে।
হাজার পাখি বসতে চায় সেই গাছে,
গাছ ভাবে একই ভাবে অবহেলা করে যদি অন্য পাখি এসে।
কিন্তু পুরাতন পাখির স্থান নেই আর অবহেলায় উৎপন্ন গাছের ডালে।
পুরাতন পাখির লোভে হয়েছে পাপ,
তাতেই হয়েছে তার সর্বনাশ।
সত্যিকারের পাখি যেদিন গাছ পাবে খুঁজে।
সযত্নে স্থান দিবে গাছের বুক্ক মাঝে।
পরিচর্যার সকল দায়িত্ব তুলে দিবে গাছ সে পাখির হাতে।
সে যেনো গাছের ফল না ফেলে,
অবহেলায় উৎপন্ন গাছের কাছে এসে।
ভালোবেসে যেনো পাখি গাছকে সারাজীবন ধরে রাখে।
গাছ আজ দাঁড়িয়ে আছে নব রুপে নতুন সাজে এই ধরনীর বুকে।
স্রষ্টার আশীর্বাদ যেনো বিরাজ করছে গাছের উপরে।
সকল বাঁধা পেরিয়ে নতুন হাসিতে,
উজ্জ্বলিত মুখে দাঁড়িয়ে আছে যেনো আজ সেই গাছ আপন তেজে।