প্রিয়াংকা নিয়োগী, কোচবিহার ভারত
একেকটি মানুষের একেকরকম ব্যক্তিত্ব।
ব্যক্তিত্ব তৈরী হয় চিন্তা ভাবনা অনুযায়ী।কথা বার্তা আচরণের মাধ্যমে ব্যক্তিত্ব প্রকাশ পায়।যে যেমনভাবে
পরিচালিত করতে চায় নিজেকে,তার জীবন তেমনভাবে পরিচালিত হয়।
তবে মানুষ ভদ্র মার্জিত মানুষকে মনে রাখে।
ভদ্র মার্জিত হওয়ার জন্য মানসিকতায় রাখা দরকার
আমি ভদ্র মার্জিত হবো।ভদ্র,মার্জিত মানসিকতা ব্যক্তিত্বকে উজ্জ্বল করে। ইংরেজীতে sharp personality যদি হতে চাওয়া যায় তাহলে ভদ্র,মার্জিত আচরণ,চলাফেরা, কথাবার্তা অত্যন্ত জরুরী।
জীবনকে ভালো রাখতে গেলে নিজেকে ভালো হতে হবে।নিজের ভালো কাজ ও মনোভাবের দ্বারা চলতে হবে।বোঝার ক্ষমতা সবার আছে।তাই তুমি যেভাবে নিজেকে তুলে ধরবে প্রত্যেকটা মানুষ তোমাকে সেভাবেই দেখবে।তোমাকে নোট করবে সেভাবে।
তুমি যদি বাঁচলামি,ছ্যাবলামি,অসভ্যতামি, বেইমানি,বোকামি করো তোমাকে সেভাবেই নির্দিষ্ট করণ করা হবে।তুমি তোমার বৈশিষ্ট্যে যা ধারণ করবে,তাই অন্য কারো সাথে কথা বলার সময় বেড়িয়ে আসবে।তুমি গাম্ভীর্য,মিষ্টিভাষী, পরোপকারী,ভদ্র আচরণ যুক্ত হলে প্রত্যেকেই তোমাকে সেভাবে দেখবে।
আর ভদ্র মার্জিত আচরণই পারে প্রতিটি জায়গার সাথে খাপ খাওয়াতে।তাই ভদ্র মার্জিত হওয়া অত্যন্ত জরুরী।