মতিয়ার রহমান: রামপুরহাট, বীরভূম:
রামপুরহাট উচ্চ বালিকা বিদ্যালয়ের সভাকক্ষে সকাল সাড়ে দশটায় আদৃশা সাহিত্য পত্রিকার মোড়ক উন্মোচন উপলক্ষে একটি মনোজ্ঞ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সাড়ে দশটায় উদ্বোধনী সঙ্গীত দিয়ে অনুষ্ঠান শুরু। স্বাগত বক্তব্য রাখেন পত্রিকার সম্পাদক অর্পিতা রায় হালদার। একটি সাহিত্য পত্রিকার স্বপ্ন ভ্রূণ জন্ম নিয়েছিল অনেক আগেই। আজ সেই নবজাতকের জন্ম হলো। দিল্লি থেকে রামপুরহাট আবার রামপুরহাট থেকে দিল্লি দৈনন্দিন জীবনের অত্যন্ত ব্যস্ত মানুষ অর্পিতা দি দীর্ঘদিন কবিতার সঙ্গে ঘর করছেন, বেশ কখানা কবিতা গ্রন্থের জননীও তিনি। তাঁর প্রিয়তমা দুই কন্যা চৈতালি,কৃতীকার মতো আরও এক কবিতা কন্যা আদৃশার জন্মদিনে শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন বীরভূম গৌরব কবি গবেষক ও ভ্রামণিক ডঃ আদিত্য মুখোপাধ্যায়, কবি ডঃ তৈমুর খান, কোলকাতা লোক সংস্কৃতি পরিষদের সম্পাদক বিধান ঘোষ সহ একঝাঁক কবি, গল্পকার ও সঙ্গীত শিল্পী। কথা কবিতা গান ও নাচের মধ্য দিয়ে জমজমাট অনুষ্ঠান।
দুপুর সাড়ে বারোটায় পত্রিকার মোড়ক উন্মোচন করতে মঞ্চে উপস্থিত হন রামপুরহাট বিধানসভার বিধায়ক তথা পশ্চিমবঙ্গ বিধানসভার ডেপুটি স্পিকার অধ্যাপক ড আশীষ বন্দ্যোপাধ্যায়।সেই চিরচেনা হাসি।হাত গোটানো পাঞ্জাবি আর পাজামা। অসাধারণ সব কথা বললেন তিনি।
স্বরচিত কবিতা পাঠে অংশ নেয়া জাহ্নবী মণ্ডল সবার দৃষ্টি আকর্ষণ করে।
সভায় সভাপতিত্ব করেন বাসুদেব কর্মকার। সুচারুভাবে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সম্পাদক অর্পিতা রায় হালদারের দুই মেয়ে চৈতালি ও কীর্তিকা রায়।