কলমেঃ বাপি ফকির (প্রতিবন্ধী)
আমার যদি দুইটা ডানা থাকতো।
আমি উড়ে যেতাম পাখির মতো
ঘুরে আসতাম।
কিন্তু সেই আসা পূরণ হলো না
কারণ আমার দুই হাত ও পা
অচল,
তাই আমি পাখির মতো
উড়তে পারবোনা।
মনে মনে ভাবছি পাখি
নানা দেশে পাড়ি দেয়।
আমি থাকি ঘরের মধ্যে শুয়ে
কেন আমায় মানুষ করলে
হে আল্লাহ।
তুমি যদি আমায় মানুষ না
করে পাখি করতেন।
আমি কত সুন্দর জায়গায়
যেতে পারতাম।
কিন্তু আমার সেই ভাগ্য হলো না
হাত ও ছোট্ট বেকা।
মনে মনে বলি পাখি যদি
হতে পারতাম।
আমার জীবন কত সুন্দর
কেটে যেতো।
তাই মনের কষ্ট মনের
মাঝে রেখে দিলাম।