সংবাদদাতা: ভারত
৩রা নভেম্বর রবিবার আলোর সন্ধানে মাসিক পত্রিকার ৩০তম সংখ্যা প্রকাশিত হল ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার বালকী-গোবিন্দপুর মুখার্জী মোড়ে অবস্থিত আলোর সন্ধানে পত্রিকার অফিস গৃহে। সভাপতিত্ব করেন উপন্যাসিক সিরাজুল ইসলাম ঢালী মহাশয়। প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেন শশাঙ্ক শেখর চট্টোপাধ্যায়। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন গায়িকা ও কবি সোনালী মুখোপাধ্যায়, কবি গৌতম বালা এবং তারাশঙ্কর জানা মহাশয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন সোনালী মুখোপাধ্যায়। উপস্থিত অতিথিদের ব্যাজ ও উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করা হয়। আলোর সন্ধানে পত্রিকার সভাপতি ও সম্পাদক মহাশয় আগামী ১৯শে জানুয়ারি ২০২৫ সাংগঠনিক দিক ও আগামী নববর্ষ সংখ্যা নিয়ে আলোচনা করেন।
প্রধান অতিথি কবি শশাঙ্ক শেখর চট্টোপাধ্যায় মহাশয় ভাইফোঁটা র নামাঙ্কিত কবিতা ও গল্প পাঠ করেন। কবি গৌতম বালা মহাশয় কবিতা পাঠ করেন "বোধ হয়", কবি তারাশংকর জানা মহাশয় ভালোর আলো ও আমার সোনার গ্রাম কবিতা পাঠ করেন। আলোর সন্ধানে পত্রিকার সম্পাদক মাননীয় আনারুল হল আধুনিক কবিতা নিয়ে আলোচনা করেন এবং “তোমাকে বাঁচতে হবে অনেকদিন” নামক স্ব-:রচিত কবিতা পাঠ করেন । কবিতা প্রাক্তন সভাপতি জয়দেব বিশ্বাস মহাশয় জন্মদিন নামক গল্প পাঠ করেন। কবি আখের আলি সাহেব - লিখে যাও, ইছামতি এবং বিভূতিভূষণ স্মরণে কবিতা পাঠ করেন। নাট্যকার কবি সাইদুর রহমান "বসন্ত বিকেল", সরবত আলি মণ্ডল আলোর সন্ধানে পত্রিকার আগামী কর্মসূচি ও মাসিক পত্রিকা ও নববর্ষ সংখ্যায় লেখা আহ্বান করে অনুরাগ নামক কবিতা পাঠ করেন। কবি ও গায়িকা সোনালী মুখোপাধ্যায় মহালয়া কবিতা পাঠ করেন 'কেন হারিয়ে যায়' তৎসহ সুশান্ত পাঁড়ুই লেখা গান "মনের মধ্যে ধিকিধিকি রাবণ চিতা জ্বলে.... " গান গেয়ে মুগ্ধ করেন সকলের। আলোর সন্ধানে পত্রিকার অগ্রগতি, এবং আগামী কর্মসূচি সহ সাথে থাকার অঙ্গীকার করেন বালকী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ইউনুস হোসেন, খালেক পাঁড়, জাকির হোসেন মণ্ডল সহ আরও অনেকে। সংস্থার সভাপতি সিরাজুল ইসলাম ঢালী মহাশয় তাঁর বক্তব্যে উঠে আসে "আলোর সন্ধানে" পত্রিকার অগ্রগতি আগামী কর্মসূচি সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন এবং কৃষ্ণকলি নামক গল্প পাঠ করেন। আলোর সন্ধানে পত্রিকার দক্ষ সঞ্চালক মাকফুর রহমান সুনীল গঙ্গোপাধ্যায়ের - "কেউ কথা রাখেনি....." কবিতাটি আবৃত্তি করেন এবং সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন। সোনালী মুখোপাধ্যায়ের সমাপ্তি সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।