কলমে: কমলেশ হালদার
চারিদিকে আজ আলোর রোশনাই হয়েছে আলোকিত, শত শত প্রদীপ- মোমবাতির শিখায় সকলেই সুখে অভিভূত।
জোনাকির আলোর ঝিকিমিকি আকাশে নেই চন্দ্র তাঁরা,
হরেক রকম কৃত্রিমতার আলোয় উদ্ভাসিত এ মন হয়েছে খুশিতে বাঁধন ছাড়া।
তুলসী তলায় প্রদীপ জ্বেলে হয়েছে দিপাবলীর শুরু,
অসংখ্য মানুষের আনাগোনায় মনটা করে দুরু দুরু।
উলুধ্বনি ও শঙ্খের ধ্বনিতে
পরিবেশ আজ মুখোরিত,
ডাকের বোল ও দিয়েছে সুর
সুখের সন্ধানে আবর্তিত।
হৃদয়ের পবিত্রতা মুগ্ধতার রেশ,
মায়ের জয়গান, আরাধনা স্তোত্র চলছে বেশ।
মায়ের পায়ে অঞ্জলী দিই মনের পাশবিক যত ভাবনা,
কলুষমুক্ত হোক লোভ লালসা আর কামনার যাতনা।
অশান্তির দাবাদহ চিরন্তনী সম,
প্রার্থনা করি মুক্ত হোক আমাদের সকল অশুভ মোহ।
হৃদয়ে দিও শ্রদ্ধা আর ভক্তি,
জীবন পথে চলার দিও মা শক্তি।
ভাতৃত্ব ও সৌহার্দ্যের বন্ধন দেখি যেন দিকে দিকে,
একে অপরের সাথে মিলেমিশে একাকার হয় হৃদয়েতে।
চির আকাঙ্ক্ষীত মনে স্বর্গীয় সুধা,
আলোর রোশনাই মিটবে কি মনের ক্ষুধা!
স্তব্ধতার মাঝে ও দেখি বিষাদ বিভেদ হানাহানি,
একি দিপাবলী নাকি প্রলয়নিশানী!