কলমেঃ রাফিকুজ্জামান খান
(মুর্শিদাবাদ, ভারত)
সভ্যতার জীর্ণ বারান্দায় আনমনা আগন্তুক
মিথ্যের পাহাড় ডিঙিয়ে
ক্ষুধা দীর্ণ ছিন্ন বস্ত্র পরিধান একান্তই ব্যক্তি স্বাধীনতা।
ব্যস্ত জীবনে স্বজন পরিবার অট্টালিকার অহংকার
পশ্চাতে শুধুই স্মৃতিঘন অন্ধকার।
সত্যের হিসেব-নিকেশ দান প্রতিদানে অবিশ্রান্ত ধারায় নিত্য সাধিত।
সংসার সংগ্রামে আকাশচুম্বী বিড়ম্বনাই আত্মগ্লানিতে অসহায় সমর্পণ
স্বার্থহীন বিবেকের স্নেহের শব্দকোষে পথ হারায় --
আজ তাই বিবেকের পরিণতি দন্ডের কাঠগড়ায়।
বিবেক যখন স্বার্থ খোঁজে চূড়ান্ত হিসেবের বিচারালয়ে দাঁড়িয়ে-
স্রোতের ফল্গুধারায় জীবন জীবিকার কঠিন পরীক্ষার আগাম বার্তা মানবতার
চরম অপশাসনের
বৈচিত্র্যময় জীবনের অবহেলায় অন্তিম পরিণতি আজ অসহায় বৃদ্ধাশ্রম!