কলমেঃ দেব মন্ডল
============
নামিয়াছে বৃষ্টি ধারা, বৃষ্টি রাতে ভিজিবো মোরা।
তুমি চলে এসো ওগো প্রান প্রিয়া।
রাতের আঁধারে নিঃশ্বব্দ সরীসৃপের ন্যায় চলবো দুজন।
কোন গাঁয়ের পানে, যেথায় প্রেম নিবেদন করিতেছে ধাবলি বক এক হয়ে।
তুমি এসো আমি কিনে দিবো রেশমি চুরি, আর বেনারসি শাঁড়ি।
চাঁদের আলোয় দুষ্ট হেঁসে বলবে তোমায় ভালোবাসি।
আমার সকল বেদনা মুছিবে তুমি,
আমায় শুনাবে তুমি পুরানো দিনের সেই গানের কলি।
আমি ফিরবো মোর দেশের মাটিতে, ফলাবো সোনার ফসল।
ফসল বেঁচিয়া গড়িয়া দিবো তোমার নাকের নলোক।
আমি সাদা পাঞ্জাবিতে আর তুমি আমার পছন্দের নীল শাঁড়িতে।
একটি গোলাপে আমি ভালোবাসবো তোমাকে।
তুমি আসবে নাব বধূ সাজে, আমি সাজবো বর বেশে।
আমাদের বিয়ে হবে বাংলা মাটিতে।
তুমি হবে আমার রাজরানী, রাজকুমারী।
গোধুলী বেলায় দুজন দেখবো আলো আর আঁধারের খেলা।
এভাবে দিন কেটে যাবে আমাদের জীবনের শেষ বেলা।
তবুও আমাদের প্রেম মরবে না,
রয়ে যাবে অমর হয়ে স্মৃতির মেলায়।