কলমেঃ জাসমিনা খাতুন
রামপুরহাট, বীরভূম, ভারত
ভারী মনে হচ্ছে অতীত সঞ্চয়, তবুও পলাশ ফোটে বসন্তবেলায়, শিউলি ঝরে ভোরের কূলে।
ভারী মনে হচ্ছে অতীত সঞ্চয়,
তবুও কৃষ্ণচূড়ার রঙে মিশে যায় কালো কোকিলের গান, মধুর সুরে এসে দোলা দেয় হৃদয়।
এই গ্রাম, এই মাটি, এই আকাশ—সবখানে তোমার ছোঁয়া ফিরে পাই নতুন প্রাণ।
পূর্ণিমা রাত্রে তুমি খুব সাবধানে ব্রাহ্মণী চরে আসো,তোমার নাম জপে আমার জীবন্ত জীবন,
জোনাক রাতে স্মৃতির ছবি আঁকে এক টুকরো প্রাণ।
ফুলে ফুলে রঙের মায়ায় সেজে ওঠে মধুবন,
তোমায় ফিরে পাই আমি, ফিরে পাই প্রেমের অমর বন্ধন।
তবুও ভারী মনে হচ্ছে অতীত সঞ্চয়।
এবার তুমি এলে, সঙ্গে নিয়ে এসো
এখানি নষ্ট জীবনের কষ্টে ভরা নষ্ট উপন্যাস।