কলমেঃ শেখ আশাদুল ইসলাম (আশা)
“আমাদের দুষ্টু ভাগনা, রিয়ান আর রিসান।
ওদের জন্য তোমাদের মনটাকে করোনা কখনো
পাষাণ।
আমার ওই ভাগনা দুটোর শিশু মনটা যেন স্বচ্ছ আয়না।
পড়ার কথা বললে ওরা শুধুই ধরে বায়না।
খাবার সময় ওরা দু ভাই পেতে বসে আসন।
খাবার সময় চোখ রাঙিয়ে রোজিনা করিসনা কখনো শাসন।
রিয়ান রিসান খেলনা নিয়ে করে কাড়াকাড়ি।
এইভাবেতে সারাদিনটা মাতিয়ে রাখে বাড়ি।
পড়ার কথা বললে ওরা খেলনা নিয়ে খেলে।
দিনটা তাদের কাটছে ভালোই কান্না হাসির ছলে।
তাদের মুখে মামা ডাকটা যখন শুনি মুঠো ফোনে।
প্রাণটা জুড়িয়ে যায় যে তখন প্রশান্তি আসে মনে।
আনন্দেরই ঢেউ খেলে যায় মামা ডাকে যখন। মনে হয় ছুটে আসি ওদের কাছে তখন।
শীত পড়েছে লেপ জড়িয়ে ৮ থেকে ৮০। আমরা সকলে ভাগনা দুটোকে ভীষণ ভালোবাসি।
শিশু মনটা ওদের এখন সারাদিন হাসিখুশিতে থাকে মেতে।
মালার মত দুষ্টু ভাগনা দুটোকে আমরা রেখেছি হৃদয়ে গেঁথে।