কলমেঃ দেব মন্ডল
============
আমাকে আর ভালোবেসো না,
আমিও ভালোবাসতে চাই না।
যেদিন গেছে যাক, আমি ভুলেছি তোমায়।
কতো যন্ত্রণা, আঘাত দিয়েছো, করছো অপমান,
ধৈর্য্য ধরেছি, সহয্য করেছি অত্যাচার,
কারণ শুধু ভালোবাসতাম তোমায়।
আমি মৃত্যুর যন্ত্রণা ভোগ করেছি,
সব ফেলে ভালোবেসে তোমায়।
যেদিন দেখছি তোমার চরিত্রে লেপটে থাকা কালো দাগ,
সেদিন থেকে এক বারের জন্য মনে পড়ে না তোমায়।
আমি আজ মিশে গেছি মানবসেবার কাজে।
আমার মধ্যে থাকবে সাহিত্য সাধনা সারাজীবন ধরে।
হয়তো কোন এক মহিষী নারী আসবে মোর জীবনে, আমার কবিতা কুমারী হয়ে।
তার নিয়ে লেখা হবে আমার কবিতার ডাইরি।
রাতের পর রাত কেটে যাক একাকিত্বের ভিড়ে।
তবুও আর তোমাকে কোনদিন এই জীবনে চাই না ফিরে।
তোমার চরিত্র আজ নোংরামিতে গেছে ভরে।
তাই আমি আর তোমার কাছে দ্বিতীয় বার আসবো না ফিরে।
কারণ আমি সৎ চরিত্রের ছেলে,
আমার সাথে নোংরামি যাবে না কোন কালে।
আমি খারাপ কর্ম হতে সর্বদা থাকি দূরে।