কলমেঃ আসাদ আলী
শীতল শীতের সকালে
হরিণের গাছ পালা শিংয়ে নাচে উষ্ণ রোদ
উঁচু গাছ গাছালিকে চুম্বন করতে করতে
নিচে নামের রোদ।
অপেক্ষায় থাকে নরম দূর্বা
শীতল শিশিরে ভেজা নরম সবুজ তাজা শরীর
অশরীরী বাতাসেরা আসে চুপি চুপি
সবুজ চাটতে থাকা রোদ চোখ মোদে
ছলাৎ ছলাৎ বহে যাওয়া নদী হেসে ওঠে
মাটি ফুঁড়ে উঠে আসে লাল কাঁকড়ার দল
শরীর ভাসিয়ে কুমির পাড়ে আসে
রোদের ওম মাখতে কি যে মজা
গাছের ঝোলা ডালে মাছরাঙ্গা এত সকালেও
বড় মিয়া গোলপাতার জঙ্গল ভেদ করে উঁকি মারে ওদিকে শহর আড়মোড়া ভাঙ্গে
বাসে ট্রাকে ট্রেনে গ্রামের মানুষ ছুটে আসে
রুটি রুজির খোঁজে শহরে
নিরব শুয়ে থাকা প্লাটফর্ম জীবন্ত হয়
তার বুকে পা রেখে দৌড়াদৌড়ি শুরু হয় দিনের
সময়ের বুকে এভাবেই একটি দিনের শুরু…