ঝুড়ির মধ্যে থাকা চরিত্র গুলো বড্ডো কিলবিল করছে,
রাত হলেই গুঞ্জন ওঠে,
আলো মাখতে চায় রূপসী চাঁদও।
আহুতি না কি প্রত্যাশা!
কফির ধোঁয়া ওঠার সাথে কত অপ্রকাশিত শব্দ মালা।
না পাবার কষ্ট কি প্রতিহিংসার
রূপ পায় বাস্তবে?
না কি না পাবার ব্যার্থতায় লুকিয়ে থাকে
কুৎসা রটানো কৌশল।
আজ যা চলচিত্র তোমাদের কাছে,
তা ছিল আগে আধপোড়া ডাইরির অংশবিশেষ।
রাত জুড়ে কুকুরের দল চিৎকার করে
চলছে, দলও
জ্যোৎস্না কে গিলে নিচ্ছে অমাবস্যা,
কিছু মানুষ খুঁজছে কেবল সিঁড়ি,
সামাজিক মরিচা পরিষ্কার করবে বলে।
কেবল কটা প্রাণ, শিক্ষার আলোয় থেকেও
স্বাক্ষর হতে পারল না,
মনুষ্যত্ব আজ টাকার গোলাম,
দোল মঞ্চে আবির মাখে বসন্তের মুখোশ;
কালো-সাদা বাদ দিয়ে
চলো,আজ কালি নিয়ে বসন্ত উদযাপন করি।